sculptures

Saturday 29 October 2016

নির্বাসিত

আমরা সবাই একা. সবাই. শুধু মাঝরাতে একটা ভয় আজ পেয়ে বসে, মৃতদেহের পাশে মানুষ থাকবে তো? নাকি শেষ যাওয়াটাও চুপে চুপে, একা..সাথীহীন, সঙ্গীর আশায়. কিন্তু শেষ যাওয়াটাওতো একারই হয়. নির্বাসিত দেখলাম. "তোমরা কবিতা বলতে দিতে চাও না..লিখতে দিতে চাও না.." আমার মুখ বন্ধ. হয়তো আজীবন. কেউ শুনতে চায়না. সবাই ভালো থাকার কথা শুনতে চায়, হয়তো মা ঠিকই বলে: কষ্টগুলো একাকী ভোগ করতে হয়. বন্ধুরা ছেড়ে চলে যাওয়া খুব কষ্টের. কিন্তু কাছে থেকেও আঘাত করা? বুঝতে না পারা? জেনে বুঝেও আঘাত করা? আচ্ছা সত্যি কি বন্ধু বলে কিছু হয়? আমিও নির্বাসিত..সুখ বিমুখ জীবন থেকে ধূসর একাকিত্বে. আর কিছুটা নিজেই নিজেকে নির্বাসন দিয়েছি. আচ্ছা, মাঝে মাঝেই মনে হয়, আমি যদি না থাকি, আমার ডায়েরিগুলো কেউ পড়বে? কোথাও কি একটুও বুঝবে? একটুও? নাকি সব পাগলের প্রলাপ বলে উড়িয়ে দেবে? কত অভিমান জমে..কত না বলা কথা..কাউকে বলা হলো না..
তারপর মনে হয়, কেউ কি সত্যি বোঝে? কেউ কি ফেরে?
মাঝরাতের গুমরে গুমরে বালিশ ভেজানো..সেগুলোর রেশ আছেই ডায়েরিতে, ব্যাপ্তি নেই..কদিন ধরেই একটা কথা খুব টানছে, শেষ যাওয়া ...
মৃত্যুও তো নির্বাসন ই! একাকীত্ত্ব ও. 
Awkward pauses, silences and being silenced. They are narratives in themselves, which, we, as women, choose to forget and utter to let relations flow. We often pause to see, to delve back in acts and look back-in anger, in pain, in helplessness. Silence, in itself is political, so is abuse. We withdraw in silence, mourn and get used to the drudgery of silence.
Silence as a revolt,
Torn in between worlds
Through Journeys,
For an identity.
There is this other side of the silence. Being Silenced! Like a mother who threatens to leave the baby if she continues to being a nuisance. There is this violence to abandon, to teach a lesson and make a permanent scar on that "identity". You can't shout, you can't complain because you are supposed to be strong and independent. You resort to silence. Then, it is renamed and fabricated as ego. The ego of a "feminist". It hardly matters how reluctant you are to play the role, the game continues. Denial of episodes, denial of truth, denial of lived experiences. Your reason is questioned and so is your judgement. It all comes down to "just a conversation". The chain continues. Awkward pauses, silences and being silenced.